আমাদের কথা খুঁজে নিন

   

সাইড ইফেক্ট পোয়েট্রি

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে ১। নাক ডাকা ঘুম ভেঙে চোখেরা পাতা মেলে হঠাৎ হঠাৎ। স্বব্ধতার রাত মিছিলের সুর রাতের রাগিনী ,আহা! উপাদেয় রাত থরে থরে সাজানো ক্রিয়েটিভ অন্ধকার বিমূর্ত হয়ে আসে কথাফল বৃক্ষের পাতার আড়াল। কষ্টসুরা উপচে আসে ঝাপসা করে দিয়ে দৃষ্টির নদী এই সুরে রাত্রির কান্না চলে যায় দূর ততটা দূর যতদূর অন্ধকার। ২।

আমি আজ কোথাও নেই। না স্বর্গে না মর্ত্যে। রাত্রি এসেছিলো রাত্রিরে। সে ততটা হিমেল ছিলোনা যতটা ভেবেছিলাম। যতটা হিমেল হলে জুড়াতো এ অন্তর্দাহ ইঞ্জিন।

সে এলো । তার অন্তর্বাস খুলে দেখি স্ফীত ধবল মাধবী বসে আছে নির্বিকার। সে ততটা অন্ধকার ছিলোনা যতটা ভেবেছিলাম। সে ততটা আলোও ছিলোনা যতটা ভেবেছিলাম। জ্যোৎস্নাকে বোধয় ঠিক আলো বলা চলে না।

আজ আমি কোথাও নেই। না আলোতে না অন্ধকারে। সে এলো। তার উষ্ণতার ছোঁয়া পেলাম। সে ততটা উষ্ণও ছিলোনা যতটায় টগবগিয়ে ফুটতে পারি।

না আজ আমি কোথাও নেই। না শৈত্যে না উষ্ণতায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।