আমাদের কথা খুঁজে নিন

   

সাইড ইফেক্ট

.

আমরা নিয়মিতই বিভিন্ন ধরনের সাইড ইফেক্টের শিকার হই । অসুধ খেতে গেলে আমাদের জানতে হয় এর কোন সাইড ইফেক্ট আছে কিনা ! তবু এই জীবনের সংক্ষিপ্ত পরিসরে দু’বার অসুধের সাইড ইফেক্টের শিকার হয়েছি । একবার সারা শরীরে এলাজি উঠে ভরে গিয়েছিল । আর একবার আরো ৯ মাস অসুধ খেতে হয়েছিল । এ ছাড়াও বিভিন্ন ধরনের সাইড ইফেক্টের কবলে হরহামেশাই পড়ে থাকি আমরা ।

যেমন- প্রেমের সাইড ইফেক্ট । মাদ্রাসা-স্কুল-কলেজ-ভার্সিটিতে পড়ার সাইড ইফেক্ট । বিদেশ-শহর-গ্রামে থাকার সাইড ইফেক্ট । ওভার জেনারেলাইজেশনের সাইড ইফেক্ট । সোশ্যালাইজেশনের সাইড ইফেক্ট ।

চাকুরী-ব্যবসা-পেশাদারিত্বের সাইড ইফেক্ট । ইত্যাকার হাজারো সাইড ইফেক্টে ইফেক্টায়িত হয়ে আমাদের জীবন হয়ে উঠছে অন্য ধরনের বর্ণিল । মাঝে মাঝে সোজা পথ ছেড়ে জীবনও চলতে শুরু করে সাইড পথে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।