আমাদের কথা খুঁজে নিন

   

সাইড ইফেক্ট পোয়েট্রি

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে তোমার সুগন্ধি কৌটা কোথায় আজ, ঢালো ওই যে দেহ রঙের মিহি শাড়িটা,শাড়ি না শরীর যেটি আমায় ধাঁধায় ফেলে ঠোঁটে কালো লিপস্টিক মেখে সাধ্যের অতীত হও লাস্যময়ী প্রথম সন্তান প্রসবের পর প্রস্ফুটিত রমনীর মত চিতা বাঘিনীর পাঁজরের হাড়ের মত, ভেঙ্গে আহবান করো আমি প্রথম রাত্রীর আগন্ত্তক আজ গরম নিঃশ্বাসে খোলে দেবো তোমার ভাজ একটি একটি করে তুমি বাজি রাখো যত আছে আমার কবিতার নির্যাস পান করো আগন্ত্তক আমি সরোবর সৈকতে দাঁড়িয়ে ভাঙ্গো যতদূর পার ইচ্ছে মতন তুফান তুফান খেলা হবে কপোতীর লাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।