আমাদের কথা খুঁজে নিন

   

সাইজের সাইড

চলো আবার সবুজ গড়ি

প্রথম সাইডঃ ভোরে যখনই ছেলেগুলো উঠে তখনই শুরু হইয়া যায় আমার কার্যাবলী। তবে মজার ব্যাপার হচ্ছে সাড়াটা দিন আমার ঝারি খায়া সবগুলান ক্যামন বিড়ালের মত হয়ে গেছে। এখন নিজেকে শোয়াজনেগার মনে হয়। যদিও আমার হাতের পেশী কেটে মাপ দিলে শোয়াজনেগারের চেয়ে কমপক্ষে পাচ কেজি কম হবে। তাতে কি? মেডিকেলের এই হলে আমার উপর কথা বলে এমন কেউ একজন খুজে পাওয়া যাবেনা।

এইতো গতকাল সকালে এক ছেলেকে এমন ধমক দিলাম মনে হলো কাপড় নষ্ট করে ফেলবে। কত্তো বড় সাহস। আমি বলছি পার্টির মিছিলে যাইতে হবে... আমার মুখের উপর কইলো আমার পরশুদিন পরীক্ষা আছে। আমি কইলামঃ আবে আমাগো দয়ায়ই তো বাইচা আছোস। আবার পড়ালেখাও করবা? শোনো তোমাগো ধুনপুন সবই বুঝি।

পড়ার উছিলা দিয়া মিছিলে না যাওয়ার ধান্দা, না? কোনো চালে কাম হইবোনা। গত সাত বছর খালি এই দিনটার অপেক্ষায় আছিলাম। কানে ধর... ওই ব্যাটা কথা কানে যায়না? তোর কয় বছরের সিনিয়র আমি? ঐ মফিস হিসাব কইরা বাইর কর... তুই মাত্র সেকেন্ড ইয়ারে। আর আমি ফোর্থ ইয়ারে। খুবই মজা লাগে যখন জুনিয়র ছেলেরা বস বইলা আসে পাশে ঘুর ঘুর করে।

এই রকম একটারে কইলাম অই রফিক খারায়া খাড়ায়া দেখস কি? অর ঐ যায়গায় একটা উষ্ঠা মার। এই বার নিজেরে একদম খাটি নায়ক মান্না মান্না লাগতাসে। দ্বিতীয় সাইডঃ মারুফ ভাইর হাটুর নিচে পায়ের পিছনে যেই নরম গোস্তগুলা আছেনা? অগুলান কাচা চাবায়া খাইতে ইচ্ছা করে। তুই একবার চিন্তা করছোস আমার বাপে আমারে কত স্বপ্ন নিয়া এইখানে পাঠাইসে? তারপর আবার মাসে মাসে কতগুলা টাকা ঢালতাসে। এখন এইযে সাড়াডা দিন খাটায়া সন্ধ্যার সময় ছাড়ে তখন কি আর পড়াতে মন বসে? আর তুই তো দেখলি আমাগে মত জুনিয়র পোলাপাইনের সামনে জসিম ভাইরে ক্যামন অপমানটা করছে।

চিল্লা চিল্লি শুইনা সবগুলা পোলাপাইন জড়ো হয়া গেছিলো। আরে ব্যাটা খমতায় আইছস দেইখা আমাগ মতন এই সব তৃনভোজী জন সাধারনের লগে এমন ব্যাবহার করতো অইবো??? যা করার তোর মামুগো লগে গিয়া কর। না কইছে ক্যাডা? তারা তোগোরে খিচাইছে এইবার তোরা তাগরে খিচাবি। এই তো কাম। ভর্তি পরীক্ষা নিয়া তোমাগো মত মেধাবী গোরে বাইছা বাইছা ঢুকাইছে কি এইরকম মাস্তানি করনের লইগা? কলেজ কর্তিপক্ষ ও তো কিছু করবার পারেনা তোমাগো ঠেলায়।

সারাক্ষন জান কবজের হুমকি দিয়া বেড়াও। তোমরাও ধরা খাইবা বুচ্ছো? জোরে কইনা খালি মাইর খাওনের ভয়ে। কি আকাশ ঠিক না? বরিশাল শেরেবাংলা মেডিকেলের বাস্তব চিত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.