আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলের প্রথম দিন।

১জুলাই২০১৩, নারমিন এর স্কুল এর প্রথম দিন। খুব করে আজ আমার নিজের স্কুলের প্রথম দিন এর কথা মনে পড়ছে। সবাইকে অনুরধ করছি নিজেদের স্কুলের প্রথম দিনটির কথা এই post এ share করার জন্য। আমি বারান্দায় খেলছি, পাশে garden chare এ দাদি বসে আছে, আম্মা কাজে ব্যস্ত, ভাইয়া (নাসের আহমেদ) হঠাৎ এসে বলল, "বাবুকে স্কুলে ভর্তি করে আসি", আম্মা বলল "আছ্ছা ঠিক আছে যাও" !!! আমি হালকা প্রতিবাদ করার চেস্টা করলাম, এরপর ভাইয়ার হাত ধরে স্কুলের দিকে, হেড স্যারের ঘরে হাসি মুখে স্যার ভাইয়াকে জিগ্গেস করলেন "তোমার ভাই?" আমাকে জিগ্গেস করলেন "তোমার নাম কি?" একটা বড় খাতায় আমার নাম লেখা হল। এরপর ভাইয়া আমাকে নিয়ে class এ ঢুকলো, class one, (নারমিন কে class one এর আগে কমপক্ষে চারটি class পার হতে হবে)class teacher কে বল্লেন "স্যার আজ তো প্রথম দিন, আমি সাথে থাকি" ইসলামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের হাজার হাজার ;-০ সহপাঠিরা আমাদের দিকে তাকিয়ে আছে, ভাইয়া আমাকে নিয়ে একদম শেষ বেঞ্চে আমার সাথে বসে থাকলো!!! প্রথমদিন "খোকন খোকন ডাক পাড়ি" ছড়া লিখতে দিয়েছিল, আমার মনে আছে আমি "খ" এর তাও অর্ধেক টা লিখতে পেরেছিলাম। হা হা হা... ২৮ বছর আগের কথা... এখন ও মনেহয় এইতো সেদিন। নারমিন এর প্রথম দিন এত সাধারন ছিলনা, তিনটি interview, lotary এবং কিছু পদ্ধতি, যেগুলো এখন সবাইকে পারকরতে হয়... প্রথম দিন বাচ্চাদের welcome করার জন্য ক্লাস রুম রঙিন বেলুন দিয়ে সাজানো ছিল, ছিল নানা খেলনা, চিপস্, ছিল একটা উৎসব এর মত। সবাই নারমিন এর জন্য দোয়া করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.