বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
ক্লাশ ওয়ানে কথা আমার মনে নেই। মানে ক্লাশ রুমের কথাটা মনে নেই। কিন্তু সেই সময়কার অন্য কথাগুলো আমার মনে আছে। একদম ছোটবেলায় বলতে গেলে আমার তেমন ছেলেবন্ধু ছিল না।
তখনতো আসলে মনের মধ্যে বন্ধু ব্যাপারটা আসেনি। যেটা ছিল সেটা হলো, খেলার সাথী। আমাদের বাসার পাশে ছিল সেই বান্ধবীর বাসা। তার সাথেই স্কুলে যাওয়া, বিকালে খেলা এবং সেই আমার সহপাঠী, নাম মৌসুমী। সে ছিল আমার প্রথম শিক্ষয়িত্রীর ছোটবোন।
মনের মাঝে একটা টান অনুভব করতাম তার জন্য। তবে কি এটা প্রেম?
ক্লাশ টুতে বন্ধু বলতে এখন যাদের কথা মনে পড়ে তারা হলো বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন হলো মেয়ে। নাম ছিল রুমা। খুবই শান্ত স্বভাবের ছিল মেয়েটি।
মেয়েটির গালে একটা কালো তিল ছিল। আমি ওকে বারবার জিজ্ঞেস করতাম, "এটা কি?" ও বারবারই বলতো "মশা"। তখন খুব হাসতাম। আমি জানতাম না, অনেকজায়গায় তিলকে মশা বলে। তারপর কোন ক্লাশে যেন হঠাৎ করে মেয়েটি নাই হয়ে গেল।
মনে হয় ওর বাবা অন্য কোথাও বদলি হয়ে গিয়েছিল। তখন বোধহয় বন্ধু হারানোর কষ্টে পড়েছিলাম খুব। আসলে আমি আগে থেকেই খুবই ইমোশনাল। আমি এখনও মেয়েটিকে খুঁজি ভিড়ের মাঝে। তবে কি এটা প্রেম?
ক্লাশ সেভেনে পড়ার সময় আমাদের স্কুলে একজন নতুন আপামনি (শিক্ষিকা) বদলি হয়ে আসলেন।
উনি আমাদের সমাজপাঠ ক্লাশ নিতেন। আমরা ডাকতাম পান্নু আপা। টিফিনের পরে ক্লাশ হতো সমাজপাঠের। তখন মনে হয় ঐ আপামনির বয়স ছিল প্রায় ৩০/৩২। আপামনি ছিলেন বিবাহিতা।
কারণ একদিন তার হাসবেন্ডকে স্কুলে আসতে দেখেছিলাম। কেন যেন তাকে দেখে আমার খুব ভাল লাগতো। সব ছেলে মেয়েদের খুব আদর করে পড়াতেন। মানে তার মধ্যে টিচারী স্বভাবটা ছিল না। মনে হতো বড় বোন।
দেখতে আপাটা খুব সুন্দর ছিল। ছাত্রছাত্রীদের সাথে কথা বলতো খুব হাসিমাখা আদর দিয়ে। মূলতঃ ওনার আদরের জন্যই কখনই কোন বাকব্রেঞ্চাররাও ঐ ক্লাশটা পালায়নি। একদিন হঠাৎ করেই শুনলাম আপামনি বদলি হয়ে গিয়েছে। খুব খারাপ লেগেছিল।
এখনও আমি সেই পরিচিত মুখ খুঁজে ফিরি। তবে কি এটা প্রেম?
ক্লাশ নাইনে পড়ার সময় একটা মেয়ের সাথে অন্তরঙ্গতা গড়ে উঠে, যদিও সে আগে থেকেই ক্লাসমেট ছিল। ওর নাম কবিতা। ও ছিল হিন্দু। আমরা একই মহল্লায় থাকতাম।
একই টিচারের কাছে পড়তে যেতাম। খুবই মিষ্টি দেখতে ছিল মেয়েটি। আমরা একে অপরকে তুই বলে সম্মোধন করতাম। আমাদের বাসাটা ছিল দোতলা, ওদের বাসা একতলা ছিল। বিকেলে আমি বারান্দায় বসলে ওদের ছাদ দেখা যেত।
আমাদের পাশেই ছিল ওর দাদার (বাবার বাবা) বাড়ী। বলতে গেলে অনেক সময় একসাথেই স্কুলে যেতাম। আর একসাথেই ফিরতাম, দুজনই সাইন্সে পড়তাম। পড়া আর ক্লাশ নোট গুলো শেয়ার করতাম দু'জন। ও খুব সুন্দর গান গাইতো।
সে ছিল ভীষন লাজুক একটা মেয়ে। সে এখন মুসলমান। আমার এক ঘনিষ্ট বন্ধু ওকে বিয়ে করেছে, শুনেছি ভাল আছে। অনেকদিন মেয়েটাকে দেখিনা। তবে কি এটা প্রেম?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।