নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন স্কুলে ক্লাসের ফাকে কলম-কলম খেলার কথা মনে পরে? আজ বন্ধুদের আড্ডায় হঠাৎ মনে পরে গেল । সেই যে মধুর দিনগুলো! সেই যে স্যারের আসতে দেরি হলে, কিংবা টিফিনের সময় বন্ধুরা মিলে টেবিলে কলম-কলম খেলতাম! হাতের আঙ্গুলের সে কত রকমের কৌশল আর কত রকমের কলম! মাঝে মাঝে এমন অবস্থা হতো যেন কলম টোকা দিতে দিতে আঙ্গুল ব্যাথা হয়ে যেত! তবুও খেলা থামত না । কলম খেলার টুর্নামেন্টও আয়োজিত হতো তখন । প্রথমে একই শ্রেণীকক্ষে, তারপর চার দেয়ালের গণ্ডি পেরিয়ে পাশের ক্লাসের সাথে, এরপর আস্তে আস্তে একসময় সমগ্র স্কুলে! তবে এই টুর্নামেন্ট ছিল অনানুষ্ঠানিক । পুরস্কার হিসেবে থাকতো সুন্দর সুন্দর কলম আর কত মজার মজার চকলেট! কি যুদ্ধটাই না লাগতো তখন কলম নিয়ে । মাঝে মাঝে তো কলমের খাপ দিয়েও খেলা চলতো! ছোটবেলার এইসব ছোটখাটো মধুর স্মৃতি কখনও ভুলে যাবার নয়, পুরাতন হবার নয় । দিন যতই সামনের দিকে যায়, আমরা ততই পিছে ফিরে ছোটবেলার মধুর সময়গুলোকে স্মরণ করে অন্যরকম এক তৃপ্তি পাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।