"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
শহরতলীর এক স্কুলে তোমার আমার প্রথম দেখা,
বন্ধু ভেবে হয়নি আজও তোমায় কোন পত্র লেখা।
মনে পড়ে ছিটেফোটা ভাললাগা সেই দিনগুলো,
হারিয়ে গ্যাছে সবই শুধু জমে আছে স্মৃতির ধূলো।
জীবন থেকে হারিয়ে গেল স্কুলের সেই ছুটির ঘন্টা,
তবু ভাবি পাশের বেঞ্চে আটকে আছে এই মনটা।
হোমওয়ার্ক নেই তবু মন জুড়ে আজ কিসের ভয়,
তুমি আমি আলাদা মানুষ ভাবতে আজও কষ্ট হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।