জয়পুরহাটের বিজিবি সদস্যরা নওগাঁ জেলার ধামুইরহাটের মাহিসন্তোষ সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ২৯২ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করেছে। জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, একটি বিশাল আকৃতির কষ্টিপাথর ওই সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এ পাথরটি উদ্ধার করা হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতি জয়পুরহাটে পরীক্ষার পর এটি কষ্টিপাথর নিশ্চিত হওয়া গেছে। বিশাল আকৃতির এ পাথরটি পাচারকারীরা ওই সীমান্ত এলাকার ধানক্ষেতের মধ্যে লুকিয়ে রেখেছিল। কষ্টিপাথরের গায়ে বিভিন্ন জীবজন্তুর ছবি ও প্রাচীন লিপি রয়েছে। ধারণা করা হচ্ছে, এ পাথরটির মূল্য কয়েক কোটি টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।