আমাদের কথা খুঁজে নিন

   

টুপি তৈরিতে ব্যস্ত নওগাঁর ১০ হাজার নারী

নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলার কয়েকটি নিভৃত গ্রাম শিবরামপুর, বিলমোহাম্মপুর, লক্ষ্মণপুর, হেরেমনগর, রামচন্দ্রপুর ও ভালাইন। এসব গ্রামে দল বেঁধে গোল হয়ে বসে সবাই যেন দুই হাতের জাদু দেখাচ্ছেন। নিপুণ হাতের ছোঁয়ায় এক ঘণ্টার মধ্যেই তৈরি হচ্ছে একটি টুপি।

বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে উপজেলার ৩০টি গ্রাম এখন টুপি তৈরির গ্রামে পরিণত হয়েছে। প্রায় ১০ হাজার নারী কারিগর ব্যস্ত সময় কাটাচ্ছেন টুপি তৈরিতে।

দেশের চাহিদা পূরণের পাশাপাশি এখানকার তৈরি টুপি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ঈদ মৌসুমে টুপির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। উপজেলার উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল জানান, ঈদকে ঘিরে শুধু তার ইউনিয়নে এবার প্রায় ২০ লাখ টাকার টুপি বিক্রি হবে। এভাবে মহাদেবপুর উপজেলার ৩০টি গ্রাম থেকে এবার প্রায় ১ কোটি টাকার টুপি বিক্রির আশা করছেন স্থানীয় টুপি কারিগররা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান জানান, টুপি তৈরির এ বিষয়টি তিনিও জেনেছেন।

এসব টুপি তৈরির শিল্পীদের কাছ থেকে সুনির্দিষ্ট আবেদন পেলে তাদের সরকারিভাবে ঋণ সহায়তার জন্য চেষ্টা করবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.