আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁর মহাদেবপুরে ১৪৪ ধারা

নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় আজ রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটায় মহিষবাথান উচ্চবিদ্যালয়ের মাঠে আগামী নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফজলে হুদা বাবুলের পক্ষে হাতুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেন তিন সপ্তাহ আগে।
গত শুক্রবার একই স্থানে একই সময়ে সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি নেতা আকতার হামিদ সিদ্দিকীর পক্ষে হাতুর ইউনিয়নের ১ নম্বর (মহিষবাথান) ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে মাইকিং করেন। হাতুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তারও ওই স্থানে একই সময়ে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে মাইকিং করেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.