বৃহস্পতিবার পুলিশ উপজেলার সিংসাড়া গ্রামের দমন প্রামাণিকের ছেলে আব্দুস সাত্তার (৫৫) ও সাহাপাড়া গ্রামের আমির হামজার ছেলে আবু তাহেরকে (২০) আটক করে।
আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বুধবার রাত সাড়ে ৯টায় পাঁচুপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মুকুল বিপ্রবোয়ালিয়া বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন।
এ সময় সন্ত্রাসীরা মুকুলকে গলা কেটে হত্যা ও তার সহযোগী সিরাজুল ইসলাম ও তোতাকে কুপিয়ে আহত করে তারা।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী রিমু খাতুন বাদী হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এতে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
আটক দুজনের নাম এজাহারে নেই। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিরাজুল ও তোতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।