যুক্তরাজ্যের এক শতায়ু দম্পতি ৮৬তম বিবাহ বার্ষিকী উদযাপন করে বেশ হৈচৈ ফেলে দিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এই দম্পতির একজনের বয়স ১০৫ এবং আরেক জনের বয়স ৯৯ বছর। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রেডফোর্ডের বাসিন্দা করম চাঁদ ও কারতারি চাঁদ দম্পতিকে যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ দাম্পত্য জীবনের অধিকারী স্বামী-স্ত্রী হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু নিয়ে দুশ্চিন্তার অন্ত না থাকলেও এই দম্পতিকে দেখতে এখনও খুব শক্ত, সবল ও সুস্বাস্থ্যের অধিকারীই মনে হয়। বয়সের ভারে তারা এতটুকুও ভেঙে পড়েননি।
সমবয়সীদের অনেকেই যখন পরপারে চলে গেছেন অথবা ওপারের ডাকের অপেক্ষায় আছেন ঠিক তখন এই সুখী দম্পতি বিবাহ বার্ষিকী উদযাপন সহ বেশ সুখেই দিন কাটাচ্ছেন। পরপারে যাওয়ার চিন্তা বাদ দিয়ে যুবকদের দিব্যি উপদেশ দিয়ে বেড়াচ্ছেন। জানাচ্ছেন সুস্থ থাকার নানা টনিক। এই বয়সেও সুস্থ থাকার রহস্য কি তা বলতে গিয়ে করম চাঁদ বলেন, আমার মন যা চেয়েছে আমি তাই খেয়েছি, তবে তা পরিমিত। আমি কখনও জীবনকে উপভোগ করা থেকে বিরত থাকিনি।
এই দম্পতি ১৯২৫ সালে ভারতে বিয়ে করে ষাটের দশকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে ছিলেন। শতবছরে পা রাখতে যাওয়া কারতারি চাঁদ দেশটির প্রথা অনুযায়ী আগামী বছরে বৃটেনের রানীর চিঠি পেতে যাচ্ছেন। এই বয়সেও তিনি বেশ স্বাস্থ্য সচেতন বলে জানা গেছে। কারতারি বলেন, আমরা সবসময়ই ভাল ও স্বাস্থ্যকর খাবার খাই। দুধ, ঘি ও দধি ছাড়া কোন কৃত্রিম খাবার গ্রহণ করি না।
তিনি আরও বলেন, আমরা জানি ৮৬ বছর এক সঙ্গে দাম্পত্য জীবনযাপন করা এক আশীর্বাদ। তবে আমরা এও জানি, যখন ডাক আসবে তখন চলে যেতে হবে। আর সবকিছুই নির্ভর করছে ঈশ্বরের ইচ্ছার উপর। তবে আমরা সত্যিকারার্থেই খুব সুখী জীবনযাপন করছি। করম চাঁদ ১৯০৫ সালে ভারতের উত্তরাঞ্চলের এক নিভৃত পল্লীতে সামাজিক ও ধর্মীয় প্রথা অনুযায়ী অল্প বয়সেই বিয়ে করেছিলেন।
অপরদিকে কারতারি পাঞ্জাবে এক শিখ পরিবারে ১৯১২ সালে জন্ম নিয়ে ছিলেন।
সূত্রঃ আজকের মানবজমিন
বিস্তারিতএখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।