পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড। অন্যরকম গ্রুপ আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যাবলী উন্নয়নের জন্য আপনার পাশেই আছে নানারকম সেবা নিয়ে।
১। এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম: এটি একটি সামগ্রিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্হাপনা সিস্টেম।
এর মাঝে আছে ছাত্র, পরীক্ষা, বেতন ও ফিস, রুটিন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, হিসাব, পে-রোল, লজিস্টিক, হোস্টেল, লাইব্রেরী, নোটিস, যাতায়াত, একাডেমিক ক্যালেন্ডার, অনলাইন পেমেন্ট, এসএমএস সহ বিভিন্ন ধরনের মডিউল। এর মাঝ থেকে আপনার ইচ্ছামত আপনি সাজাতে পারেন আপনার শিক্ষাপ্রতিষ্ঠান।
২। অটোমেটিক রেজাল্ট জেনারেশন সিস্টেম: পরীক্ষক দ্বারা নিরিক্ষীত লিখিত খাতা ও OMR শিট যাচাইকরে আমাদের এই সিস্টেম আপনাকে দেবে নির্ভুল অটোমেটিক রেজাল্ট তালিকা, মেরিট লিস্ট ও টেবুলেশন শিট। আছে রেজাল্ট আর্কাইভস, ডাটা রিপ্রসেস করার সুবিধা ।
৩। এসএমএস সিস্টেম: খোঁজখবর আদান-প্রদান সম্পর্ক উন্নয়নের মুল চাবিকাঠি। সেটা আপনি এখন খুব সহজেই করতে পারেন। রেজাল্টের খবর, জন্মদিনের শুভেচ্ছা, যে কোন মেসেজ ছাত্র বা ছা্ত্রের অভিভাবকদের মোবাইল ফোনে পাঠিয়ে দিয়ে অবাক করা সার্ভিস দিতে পারেন খুব কম মুল্যে।
৪।
এ্যাকাউন্টস্ এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম: আর সব এ্যাকাউন্টস্ এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে আমাদের পার্থক্য খুব বেশীনা। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগুলো কাস্টমাইজড করে দেই। যাতে করে ছাত্রদের বেতন ও ফিস সংগ্রহ, শিক্ষদের বেতন ও ভাতা প্রদান অনেক সুবিধাজনক হয়। তাছাড়া বিল্ডিং, চেয়ার-টেবিল, আলমিরা, ফ্যান, এসি, কম্পিউটর, কাগজ-কলম, প্রিন্টার সহ যাবতীয় মালামালের মুল্য সঠিকভাবে লিপিবদ্ধ করা যায়। চাইলেই আপনি সব তথ্য পেতে পারেন।
৫। এ্যাকসেস কন্ট্রোল এন্ড ডিজিটাল এ্যাটেনডেন্স: ছাত্র, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের উপস্হিতি রাখা জন্য খাতায় লিখে আর কত? সময়, শ্রম,টাকা সবই যাচ্ছে কিন্তু আপনি সঠিক তথ্য পাচ্ছেন না বা সিস্টেম লস হচ্ছে। নিজকে মান্ধতা আমলের মনে হচ্ছে? এখন আমরা আপনাকে দিচ্ছি এ্যাকসেস কন্ট্রোল এন্ড ডিজিটাল এ্যাটেনডেন্স সিস্টেম যা এই ডাটাগুলির ঠিক ঠিক সময়ের রিডিংই শুধু নেবে না আপনাকে দেবে অনাহুত ভিজিটরকে নিয়ন্ত্রন সুবিধা।
৬। ডিজিটাল মেসেজ ডিসপ্লে বক্স: একবার ভাবুনতো আপনার মোবাইল ফোন থেকেই আপনি ছাত্র, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও ভিজিটরদেরকে সহজেই মেসেস দিতে পারছেন ! তারা তা বড় একটা ডিসপ্লে বক্সে তা দেখছে।
শিক্ষা প্রটিষ্ঠানের ব্র্যান্ডিং-এ এ এক নতুন মাত্রা।
৭। ওয়েবসাইট:
আমরা ইন্টারএ্যাকটিভ ওয়েব সাইট বানিয়ে দেই খুব কম মুল্যে।
ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে cricpaul.com খুব জনপ্রিয় ওয়েবসাইটটি আমাদের বানান। এছাড়া http://www.qrefill.com নামের যে ওয়েবসাইটটি আমরা শীঘ্রই নিয়ে আসছি তা ব্যবহার করে মোবাইল রিচার্জ ও বিভিন্ন ইউটিলিটি বিল প্রদান করা যাবে ঘরে বসেই।
http://www.rokomari.com থেকে জিনিস পত্র কেনা যাবে দিনে-রাতে সবসময়ই আর আমরা পৌঁছে দেব সারা বিশ্বের যে কোন লোকেসনে। http://www.techshopbd.com ওয়েবসাইট থেকে বিভিন্ন টেকনিক্যাল জিনিস পত্র কিনতে পারছে আমাদের ভবিষ্যৎ ইন্জিনিয়ারেরা।
আমাদের বানান আরো দুটো ওয়েবসাইট: http://www.sreemangalmunicipality.org ও http://www.narayanganjcity.org
যোগাযোগ:
অন্যরকম গ্রুপ
এ আর এ ভবন
৩৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ফোন: +৮৮-০২-৮১৫২৪৭৪, ফ্যাক্স: +৮৮-০২-৯১৩৪৭০৮
ওয়েবসাইট: http://www.onnorokom.com
মোবাইল: ০১৮৩৩ ৩১৬০৭১, ০১৮১১৪১৯৫৪৪, ০১৮৩৩ ৩১৬০৬৭, ০১৮৩৩ ৩১৬০৭৬
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।