বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
আমি অন্যপাড়ের ছেলে,
অন্যরকম স্বপ্ন আমি আঁকি,
নদীর এপার তোদের বসত;আমি-
অন্যপাড়ে বসত গড়ে থাকি!
কাব্যে তোদের বেজায় বিতৃষ্ণা,
অর্থছাড়া শব্দে দুর্গ গড়া,
দুর্গে প্রবেশ তোদের বিষম দায়,
তার চেয়ে ঢের সহজ ভীষণ ছড়া!
স্বপ্ন আমার সকল কাব্যময়,
কাব্য ছোটে রক্তকণার সাথে,
নারীর চেয়েও কাব্য আমার প্রিয়,
বিনোদ আমার সকল কবিতাতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।