চাই মাতৃভূমির সমৃদ্ধি।
তরুণ হাঁটছে বহুদিন ধরে - হেঁটে চলছে কোন এক আরাধ্য গন্তব্যের দিকে। হেঁটে চলছে কিছু স্বপ্নকে সত্যি করে দেখার জন্যে, স্বপ্ন কে ছোঁয়ার জন্যে!
তরুণ তার যাত্রা শুরু করেছিল মাতৃভূমি থেকে। কখন?কবে? মনে নেই তার! হয়ত অনাদিকাল থেকে হেঁটে চলছে সে। হয়ত এই কয়েক মুহুর্ত আগে থেকে! কিন্তু তার বেশ মনে আছে যাত্রা শুরুর মুহুর্তটি।
মনে আছে আদিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এর মাঝ দিয়ে চলে যাওয়া সরু রাস্তাটির কথা। আর মনে আছে প্রিয় কয়েকটি মুখ, যাদের মুখে হাসি ফোটানোর জন্য তার এই যাত্রা। কয়েকটি মুখ? না তো!! এ যেন কয়েক কোটি মুখ, চেয়ে আছে তার দিকে। তার প্রিয় কয়েকটি মুখ যেন প্রতিনিধিত্ব করছে কয়েক কোটি মুখের!!
তরুণ হাঁটছে। স্মৃতিচারণ করছে তার অন্তবিহীন যাত্রা নিয়ে।
কোথায় কোথায় যেন গিয়েছিল সে? কি কি যেন করেছে??
ওই যে কতগুলো হানাদার এসেছিল - দূর দেশ থেকে, ব্যবসা করার অজুহাতে। একে একে দখলে নিয়েছিল সব ফসলি জমি, চাপিয়ে দিয়েছিল কত রকমের কায়দা কানুন! প্রিয় মুখ গুলোর উপরে করেছিল কতই না অত্যাচার - নির্যাতন। তরুণ তার যাত্রা শুরু করেছিল ঠিক তখন থেকে! হয়তবা তারো আগে থেকে, তরুণ মনে করতে পারে না সেই স্মরণাতীত কালের কথা!!
তরুণ গর্জে উঠেছিল। শুরু হয়েছিল তার এবারের যাত্রার স্মরণযোগ্য অংশটুকু। তরুণ ঘুরে বেড়িয়েছে সারা দুনিয়া।
পাড়ি দিয়েছে দুর্গম, বন্ধুর পথ। তোলপাড় তুলেছে সাগর, মহাসাগরে - কাঁপিয়ে দিয়েছে অত্যাচারির মসনদ। অবশেষে? লেজ গুটিয়ে পালিয়েছে হায়েনা। সেটা ছিল তার দীর্ঘ যাত্রাপথে প্রথম বিরতি।
তরুণ হাঁটছে।
বহুদিনের পথচলায় সে হয়তবা কিছুটা ক্লান্ত কিন্তু এখন সে পোড় খাওয়া। তার বাহু আজ ইস্পাতের মত কঠিন। অসম্ভব শক্তিশালী তার পা! দৃষ্টি তার বাজ পাখির মত তীক্ষ্ণ। আর বুদ্ধি? ছুরির ফলার মত শাণিত!!
তরুণ ভাবছে। হাঁটছে আর ভাবছে।
ভাবছে যাত্রা শুরুর পরের দিনগুলোর কথা। একে একে সে পেরিয়ে এসেছে অনেক, অনেক গুলো যাত্রা বিরতি। হটিয়ে দিয়েছে তার প্রিয় মুখেদের ভাষা চুরি করনেওয়ালাদের। ধ্বংস করে দিয়েছে তার প্রিয় মুখদের শরীরে শৃঙ্খল পড়িয়ে রাখা দানবদের। তরুণ মনে করে সেই প্রিয় মুখগুলো।
আজো তারা চেয়ে আছে তার দিকে। আজো তারা অপেক্ষায় আছে তার জন্যে!
তরুণ ভাবে আর কত হাঁটতে হবে তার! আর কতদূর তার গন্তব্য?? তরুণ ভাবে আর হাঁটে! সে জানে, গন্তব্য যেখানেই, যত দূরেই হোক না কেন - তাকে পৌঁছাতেই হবে।
ওই যে, সামনের রাস্তা বন্ধ করে বসে আছে শকুনের দল! ছিড়ে ফেলতে চাইছে দুর্দান্ত সাহসি তরুণকে!! তরুণ ওদের স্পর্ধা দেখে হাসে। তরুণ কি এই শকুনের দলকে ভয় পায়??
গর্জে ওঠে সে। কেঁপে ওঠে মহাবিশ্ব।
ক্ষণিকের জন্যে হলেও থমকে যায় মহাকাল। আর শকুনের দল? হারিয়ে যায় ঘৃনার অন্ধকূপে, পিছনে রেখে যায় মসৃণ, চমৎকার রাস্তা। তরুণ হাসে - প্রিয়মুখগুলোর কথা মনে পড়ে যায় তার। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যায় সে - নতুন কোন বাধার সম্মুখীন হতে।
বিঃ দ্রঃ লেখাটি সকল আশাবাদী বাংলাদেশি ভাই বোনদের প্রতি উৎসর্গিত - যারা মনের গহীন কোণে লালন করেন মাতৃভূমির প্রতি সুগভীর ভালবাসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।