আমাদের কথা খুঁজে নিন

   

কোন ধরণের পুরুষ যৌন নির্যাতন করে?!

মানুষ বাচেঁ তার কর্মে! যেসব পুরুষ জেন্ডার বা নারী-পুরুষের সমতা বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে, তাদের মধ্যে নারী যৌনসঙ্গীকে শারীরিক ও যৌন নির্যাতন করার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ওই গবেষণার তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। বাংলাদেশে জেন্ডার ও নারী নির্যাতন বিষয়ে পুরুষের দৃষ্টিভঙ্গিবিষয়ক এ গবেষণায় সহায়তা করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। আইসিডিডিআরবি ও ইউএনএফপিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

গবেষণায় পাওয়া যায়, দেশের ৬০ শতাংশের বেশি পুরুষ মনে করে, কিছু ক্ষেত্রে নারীর মার খাওয়া দরকার। নগরের অর্ধেক ও গ্রামীণ পুরুষদের বেশির ভাগই (৬৫%) বিশ্বাস করে, পরিবার টিকিয়ে রাখার স্বার্থে নারীর নির্যাতন সহ্য করা উচিত। বেশির ভাগ পুরুষ বিশ্বাস করে, নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, পরিবারের জন্য রান্নাবান্না ও সংসার দেখাশোনা করা। গবেষণায় দেখা গেছে, গ্রাম ও শহরে প্রায় ৫২ শতাংশ পুরুষ তাদের নারী যৌনসঙ্গীকে শারীরিকভাবে আঘাত করেছে। উভয় এলাকাতেই শৈশবে মানসিক নির্যাতনের অভিজ্ঞতা আছে, এমন পুরুষের মধ্যে যৌনসঙ্গীকে নির্যাতন করার প্রবণতা দ্বিগুণ।

দেশের একটি নগরের ৫৫টি মহল্লা ও ১৪৪টি গ্রামের পরিসংখ্যানের ভিত্তিতে এ গবেষণা করা হয়েছে। সৌজন্যেঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.