যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ইদানীং ব্যক্তিগত কারণে যৌনস্বাস্থ্য বিষয়ক প্রচুর পড়াশুনা করার দরকার হচ্ছে। ইন্টারনেটে আমি কখনও এত স্টাডি করিনাই যা গত দুইমাসে করলাম তাও আবার যৌনতা নিয়ে। ওয়েব খুঁজতে গিয়ে বিভিন্ন রোগ, প্রতিষ্ঠান ও নিয়মনীতির কথা জানলাম। তবে প্রথমেই যেটা আমার জানানো জরুরী মনে হচ্ছে তা হচ্ছে যৌন স্বাস্থ্য ও যৌনতা বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের কতটুকু ঝুঁকি রয়েছে তার বিষয়ে ভিন্নভিন্ন ধরণের তথ্যসূত্র রয়েছে। আপনি হয়তো আপনার প্রয়োজনীয় জিজ্ঞাসাটাই পেয়ে যাবেন কিন্তু সেটা কোন সোর্স থেকে এসেছে সেটা খুঁজে দেখা দরকার।
মূলত ওয়েবটি কোন গবেষণা সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের কিনা সেটা দেখে নেয়া জরুরী মনে করি। তারপরে সেই প্রতিষ্ঠানটির উক্ত বিষয়ে কাজ করার কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে তাও জেনে নিতে পারেন। অর্থাৎ আপনি যে ওয়েব থেকে তথ্য জেনে নিচ্ছেন সেই ওয়েবের রিলায়েবিলিটি নিশ্চিত হতে হবে।
দ্বিতীয়ত, কোন ধরণের যৌনসম্পর্কই সেইফ মনে হলো না। প্রতিটাই এত ঘনিষ্টভাবে বিভিন্ন রিস্কফ্যাক্টরের সাথে জড়িত যে যৌনসম্পর্ক স্থাপনের খানিকসময় স্ফুর্তি করে আপনার পুরো জীবনটাই ধ্বংষ হয়ে যেতে পারে।
এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কারণ বিয়ের আগে কোথায় কোথায় দেহদান ও ভোগ করে এসেছে তা জানার কোন উপায় নাই। এসটিডি, এইচআইভি ও আরো বিভিন্ন ধরণের ভাইরাস যৌনাঙ্গ ও মুখের মাধ্যমে আপনাকে আক্রান্ত করতে পারে। যাদের একাধিক যৌনসংগী তাদের তো কথাই নেই, সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভালনারেবল জনগোষ্ঠী সেইসমস্ত চিড়িয়া।
একজন যৌনসংগীর সাথে যৌনসম্পর্ক স্থাপনের সময় যে বিষয়গুলো সতর্কমূলক পর্যবেক্ষণ করা উচিত সেগুলো হলো -
১. প্রথমেই রক্ত ও ইউরিন পরীক্ষা করে নিন উভয়ের।
দেখুন এসটিডি বা এইচআইভির কোন জীবানূ আছে কিনা।
২. উপরের পরীক্ষা প্রতি এক মাস অন্তর করা উচিত। বিশেষত যারা একাধিক যৌনসম্পর্কে অভ্যস্ত তাদের এটা অবশ্য পালনীয়।
৩. কোন কারণে যৌনসংগীর এসব পরীক্ষা করানো সম্ভব না হলে, কোন ধরণের ওরাল সেক্স করবেন না।
৪. অবশ্যই কনডম ব্যবহার করবেন।
তবে পরীক্ষিত সংগী ছাড়া কারো সাথে যৌনসম্পর্ক স্থাপনে কনডম বা ওরাল সেক্স পরিহারও পুরোপুরি রক্ষা করতে নাও পারে কারণ হিউমান প্যাপিলোমাভাইরাস নামে একটা ভাইরাস শুধুমাত্র চর্মসংযোগেও ছড়াতে পারে যা আপনাকে উপহার দেবে গোটা গোটা ওয়ার্ট।
আমার আসলে জানা দরকার ছিল নারী স্বাস্থ্যের কিছু জটিল বিষয় যা লেডি ডাক্তারের সাথে শেয়ার করতে নার্ভাস লাগছিল, কিন্তু সেটা ঘাটতে লিংকে লিংকে যৌনসম্পর্কের অনেক কিছুই জানলাম। তবে সবচেয়ে অবাক হলাম ইসলামে যৌনতা বিষয়ক বিরাট এক তথ্য-ভান্ডার দেখে। একজায়গায় দেখলাম ইসলামে যেগুলো সন্বন্ধে পরিষ্কার নিষেধাজ্ঞা নাই, সেগুলো প্রাথমিকভাবে হালাল ধরে নেয়া হয়। মিশরের এক সুন্নী মহিলা স্কলার সে সূত্র বয়ান করে জানিয়েছেন, মুসলিমদের জন্য ওরাল সেক্স নিষেধ নয়।
এমনকি সিমেন ও জায়েজ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।