আমাদের কথা খুঁজে নিন

   

এটাকে কোন ধরণের মানসিকতা বলবো ?

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনই,তুমি কি অপরুপ রুপে বাহির হলে জননী বাংলাদেশে নারীরা যে এখনো সমাজের সকল স্তরে নিগৃহীত হচ্ছে তার একটি গল্প আপনাদের আজ শেয়ার করবো। গত ৭/৩/২০১২ ইং ফেসবুকের "ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব" পেইজের এক এডমিন এর বোনের বিয়ে হয়। ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী এবং ছেলের বাবা ঢাকায় স্থায়ী বাসিন্দা। প্রস্তাবটা আসে ছেলের বাবার মাধ্যমে। যেহেতু ছেলে খুব কম সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ফিরে যাবে সেহেতু ছেলের বাবার চাপাচাপিতে অনিচ্ছাসত্বেও মেয়েপক্ষ বিয়ের যথাসাধ্য আয়োজন করে।

এখন ছেলে দেশের বাইরে গিয়ে বউয়ের সাথে এক প্রকার যোগাযোগই করে না। মুরব্বিদের বৈঠকে ছেলের বাবা জানালেন ছেলে বিয়ের পরে নিজ পরিবারের সাথেও যোগাযোগ করেনি। বৈঠকের সিদ্ধান্তে ছেলে পক্ষকে দশদিনের সময় দেওয়া হয় ছেলের খোঁজ দেওয়ার জন্য। আর এখন ছেলেপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে,যে মেয়ের facebook এ ১০০ এর উপর ছেলে friend আছে তার সাথে সংসার হবে কিভাবে ? আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে -প্রস্তাব আসার পর মেয়ের ছবি ছেলে পক্ষ প্রথম দেখে facebook এ। -বাসর রাতে মেয়ে তার স্বামীকে দিয়েই নিজের Account এর Privacy Settings দেওয়ায়।

-ছেলেই তার স্ত্রীর সাথে তার প্রবাসী বন্ধুদের স্ত্রীদের পরিচয় করিয়ে দেয় facebook এর মাধ্যমে। প্রশ্ন হচ্ছে ১০০ এর উপর ছেলে facebook friend এর ব্যাপারে প্রশ্ন বা আপত্তি -বিয়ের আগে যখন মেয়ের facebook Account দেওয়া হল তখন করা হয়নি কেন? -বাসর রাতে যখন Privacy settings দেওয়ার জন্য দিলো তখন করা হয়নি কেন? -কেন ছেলের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করার পর এই ধরনের প্রশ্ন আসছে ? ঢাকা শহরের মত রাজধানী শহরে বসবাস করে নিজেদের ব্যর্থতা ঢাকতে facebook এর virtual friend দেরকে টেনে এনে এমন একজন মেয়ের চরিত্র হনন এর চেষ্টা চলছে যার Profile picture এ তার নিজের ছবি নেই,আছে একটি picture যেখানে লেখা "Always Say Alhumdulillah".... Pharmacy থেকে 3.80 পাওয়া এই মেধাবী বোনটির প্রতি এহেন মিথ্যা দোষারোপকারীরা কতটুকু আধুনিক ও উঁচুস্তরের তা নির্ণয়ের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। যুলকারনাইন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.