আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
আমি তখন মেডিকেলের ১ম বর্ষে পড়ি। হোস্টেলে উঠেছি ৬ মাস হয়েছে। সে সময় বেশ কয়েক জন ছাত্রের লুঙ্গী চুরি হয়। একদিন বিকালে লুঙ্গী সহ চোর ধরা পড়ে। মুহূর্তের মধ্যে সি ব্লক এবং অন্যত্রও খবর ছড়িয়ে পড়ে।
সি ব্লকের বারান্দায় চোরকে কিল, ঘুষি, লাথি মারা শুরু হয়ে গেছে। আমার দুজন রুম মেট কৃষ্ণ দা এবং পার্থ দা অমানবিক ভাবে তাকে লাথি মারতে শুরু করলেন। পার্থ দা চোরের মুখে প্রচন্ড দু তিনটা লাথি দিলেন এবং এতে চোরের মাথা ছিটকে দেয়ালে খুব জোরে ঠুকে গেল। চোরের লুঙ্গীর গিট খুলে গেছে। তাকে টেনে হিচড়ে অর্ধ নগ্ন অবস্থায় লবিতে আনা হল।
একজন খাটের স্ট্যান্ড দিয়ে বাড়ি দিতে দিতে স্ট্যান্ড ভেঙে ফেলল। আরেকজন কোথা থেকে মোটা কাঠ যোগাড় করে আনল। সেই কাঠ দিয়ে তার হাতের কব্জি, কনুই, হাঁটু পায়ের গোড়ালীতে সর্ব শক্তি দিয়ে পিটানো হলো। এরপর সবাই যখন ক্লান্ত হয়ে পড়ল তখন দারোয়ানকে বলা হল দড়ি দিয়ে বাঁধ। চোর লুঙ্গী ঠিক করার মত অবস্থায় নেই।
তাকে এ আবস্থায়ই মাটিতে হিঁচড়ে ইমারজেন্সির দিকে নিয়ে যাওয়া হল। মাঝ পথে চোর অনড় হয়ে গেল। সম্ভবত ব্রেইন হেমোরেজের কারণে ওখানেই সে মারা যায়। যখন তাকে ইমারজেন্সিতে আনা হল ডাক্তার বললেন সে মারা গেছে। তার অপরাধ সে কয়েকটা লুঙ্গী চুরি করেছিল।
আমাদের দেশের মন্ত্রী, এম-পি, আমলাদের মত বড় দুর্বৃত্তদের বিচারে তারা কি কখনও এভাবে ঝাঁপিয়ে পড়তে পারবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।