############## আমি যে ধরণের ধারণাকে যৌক্তিক মেনে নেই ***** প্রত্যেকেই নিজের ধারণার প্রকাশ ঘটানোর সমান অধিকার সমভাবেই সংরক্ষণ করে। আমি যে ধরণের ধারণাকে যৌক্তিক মেনে নেই, কেউ যদি শুনতে চায় তো শোনাতে পারি, কেউ না-শুনতে চাইলে তাকে না-শুনিয়ে, অন্যকে শুনিয়ে যেতে পারি। তবে আমার পছন্দের মান্য ধরণটাকে অন্যদেরকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা চালানো!! –এমন কোনো চর্চা কারো কাছে বীরত্বের বহিঃপ্রকাশ মনে হলে হতেও পারে, তবে আমার কাছে তা’ অনেকটা কলহপ্রিয় ছাগ-শাবকের নিত্যবিফল চর্চা হিসেবেই বিবেচিত। ব্যাখ্যাদাতা হিসেবে নিশ্চয়ই কেউ কারো চে’ কম নয়, --এ আমি কখনোই ভুলতে চাই না। এজন্যেই ভুলতে চাই না যে, যখনি আমি বিস্মৃত হই, আমার লালিত সন্ত্রাস আমাকে যেকোনো মুক্ত আলোচনায় অংশগ্রহণে বাধা দেয়। আমি এতটুকু জেনেছি যে, কোনো একটি ধারণা (idea) যেকোনোভাবে কোনো জনসমষ্টিতে যখন গ্রহণযোগ্যতা লাভ করে, তখন ঐ ধারণাটি ধারণার জগৎ থেকে বের হয়ে এসে বাস্তব জগতের বিশাল শক্তিতে (energy) রূপান্তরিত হয়। সঙ্গত কারণে সজ্ঞানে আমি কারো কোনো ধারণাকেই তুচ্ছ ভেবে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমার জানাটুকুর অসম্মান চাইতে পারি না। আমার এই না-পারাটুকুকে, আমার ব্যক্তিক এই অক্ষমতাটুকুকে আমি শ্রদ্ধাভরেই লালন করি। .... করণিক : আখতার২৩৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।