আমাদের কথা খুঁজে নিন

   

ট্রানজিটের মালামাল পরিবহণের নামে তিতাস নদী খুন হতে পারে না, আমরা তিতাস নদী বাঁচাবই

আশুগঞ্জ-আখাউড়া পর্যন্ত নদী-খালের বাঁধ অপসারন ও দোষীদের শাস্তির দাবিতে” মানববন্ধন কর্মসূচী তিতাসসহ আশুগঞ্জ-আখাউড়া পর্যন্ত নদী ও খালের উপর মাটির বাঁধ দিয়ে তার উপর রাস্তা তৈরী করা হয়েছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে সকল স্থানেই পূর্ব থেকেই নদী ও খালের উপর সেতু ছিল, নিয়মিত রাস্তা ও সেতুসমূহের মেরামত প্রক্রিয়াও চলমান। কিন্তু ট্রানজিট ও ট্র্যান্সশিপমেন্টের আওতায় ১৪০ চাকার অতি ভারী যানবাহনের নির্বিঘœ চলাচল নিশ্চিত করার জন্যই এসকল অতিরিক্ত নির্দয় বাঁধগুলো বসানো হয়েছে। যার ফলে তিতাস এখন একটি মৃত নদীতে পরিণত হয়েছে। তিতাসসহ আশুগঞ্জ-আখাউড়া রুটে ১৮টি নদী ও খালের উপর মাটির বাঁধ অপসারণের দাবিতে ৩ জানুয়ারি ২০১২ মঙ্গলবার, সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সম্মুখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ), সম্মিলিত জলাধার আন্দোলন নাগরিক অধিকার সংরণ ফোরাম (নাসফ), রিভারাইন পিপল এর যৌথ উদ্যোগে মানববন্ধন এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচি বিষয় : “ অবিলম্বে আশুগঞ্জ-আখাউড়া পর্যন্ত নদী-খালের বাঁধ অপসারন ও দোষীদের শাস্তির দাবিতে” মানববন্ধন তারিখ : ৩ জানুয়ারি ২০১২, মঙ্গলবার সময় : সকাল ১১টা স্থান : জাতীয় জাদুঘরে সম্মুখে, শাহবাগ আয়োজক : পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) সম্মিলিত জলাধার আন্দোলন, নাগরিক অধিকার সংরণ ফোরাম (নাসফ), রিভারাইন পিপল যোগাযোগ : আতিক মোর্শেদ, ০১৮১৪৩৮২৩৪০, জিয়াউর রহমান, ০১৮১৭০৪৬৪৮৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.