কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো ! অতি মানবীয় হতে গিয়ে হয়ে গেলাম সাধারণ , জীবন খেয়ায় হাল ধরতে দেখা হলো কত প্রকরণ । দাঁড় টানলাম , গুণ টানলাম , টানলাম খেয়ায় পাল , ঝরো বাতাসে বিদীর্ণ হলো র'লো না কোনো ঢাল । উন্মুক্ত হাতে বিধ্বস্ত আমি সংগ্রামের পথে চলি , শত আঘাতে জর্জরিত তবু না পিছে ছুটি । আলো আছে , আলো আসবেই কিছুটা পথ বাকি । নরক যন্ত্রণায় ক্ষতবিক্ষত ফিরিয়ে নিও না আঁখি । আর কিছুদিন ক্ষাণিকটা সময় একটু পাশে রও , ভেঙ্গে দেবো নিশ্চয় আমি "ব্যর্থতার বলয়" ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।