সাধারণের অসাধারণ হবার অযথা চেষ্টা। আজ এক ব্যর্থতা নতুন আমায় জন্ম দিল, বুকের বা'পাশের অংশটায় কেমন এক শুণ্যতার বোধ হচ্ছে। জীবনের বাকিটা পথ একা চলার জন্য আজ তৈরি হলাম। স্বেচ্ছায় একলা হবার মানুষ খুব একটা পাওয়া যায় কি? জানি না। তবে আমার খুব ইচ্ছে- বাকিটা পথ একাই চলি।
ব্যর্থ যুবক ব্যর্থ পথে একা চলবে এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক আর কিছু ভালো লাগে না এখন, খুব ভ্য় হয়। জীবন যেমনই হোক কেটে যাবেই একরকম। শুধু অচেনা-অজানাকে জড়িয়ে লাভ কি? চেনা কিছু পাই না, অচেনা কিছুর পেছন না ছোটাই ভাল।
একা পথে অনেক শান্তি, কোন ঝামেলা নেই, কোন পিছুটান নেই।
যেমন খুশি তেমন চলতে পারার অসীম স্বাধীনতা। শখ করে কে যায় নিজের স্বাধীনতা হারিয়ে ঝামেলায় জড়াতে?
[বি:দ্র: কেউ কষ্ট করে পোস্ট পড়ে থাকলে ধন্যবাদ। যদি বিরক্ত হোন, তবে ক্ষমাপ্রার্থী। ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।