তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
আমার রুক্ষতাগুলো আমি আড়াল করতে পারিনা
নমনীয়তা বা ভদ্রতার মুখোশে তাঁদের ঢেকে রাখা যায়না;
একটা সময় না একটা সময় তাঁরা ঠিকই মুখোশ গলিয়ে বের হয়ে আসে।
আমি তোমার মনের মতো হতে পারিনা
শান্ত, নম্র, মার্জিত, ভদ্র
ঠিক যেমনটা তুমি চাও
কিংবা তৃণভোজীর মতো একান্ত অনুগত
ঠিক যেমনটা তুমি আশা কর।
শত চেষ্টা করেও আমি দ্বৈত হতে পারিনা
তোমার কাংখিত সুশীল প্রেমিক হতে পারিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।