আমাদের কথা খুঁজে নিন

   

লুকানো বারুদ

পুরান আমি নব ভাবনায় বিভোর.. আবার জেগে যাই আমি আমার বন্ধু প্রিতম আর নেই … আছে হয়তো আমাদের মাঝেই… মিছিল আর গুলি দু মুঠো ভাত পায়না যারা তাদের জন্য সে মরেছে সত্ত্যি কি মরেছে সে?? ইতিহাস স্বরন রাখবে সেই কথা । অমুক তারিখ তমুক আইন অমান্যের জন্য নিহিত প্রিতম আসলেই মানবতাকে বাচিঁইয়েছে । নদীর জল্টুকু কেও ওরা বাচতেঁ দেয়নি পিঁচ কালো জলে নিজের প্রতিবিম্ব আরও মলিন হয়ে যায় পানকৌড়ি মরে ভেসে উঠে আর আমি কাঁদি প্রিতম এর জন্য । হাজারটা রাইফেল আর আমার কবিতার খাতা, যারা মৌমাছির মতো অগুনিত যারা পরিবর্তন আনতে জানে যারা সাহশী যারা গনতন্ত্রের গন যারা অসীম যারা সসীম যারা গরতে জানে মরতে জানে তাদের মুখোরিত আহবানে আজ আমি প্রতিবাদী জাগো বাহে!! আইসো সবাহে !! অতপর ভোর হয়…বিকির্ণ প্রভাত । মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও) পঞ্চগড় ২৯/ ০৮ / ২০১০ রাত ২.০৮মি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।