আমাদের কথা খুঁজে নিন

   

লুকানো কান্না

আমার আধার ঘেরা জীবন এ যখন তুমি থাকো আমার পাশে তখন নিজেকে আর একা মনে হয় না । এভাবে থেকো সারা জীবন আমার পাশে ।
সবাই বলে মানুষ নাকি চাইলেই সব কিছু করতে পারে , কিন্ত আমার কাছে মনে হয় মানুষ তা পারে না । সাধ্যের বাইরে চলে গেলে মানুষ কিছুই করতে পারে না । একটা মেয়ের কথা বলছি যে নিরবে নিভৃতে বালিশ এর কোনায় মুখ লুকিয়ে শুধু চোখের জল ফেলেছে দিনের পর দিন ।

কাউকে বুঝাতে দেয়নি তার কষ্ট । আজ তার পৃথিবিতে আপন জন বলতে কেও নেই । সে আজ একা এই পৃথিবিতে । মাঝে মাঝে তার মরে যেতে ইচ্ছা করে যা কঠিন অবাস্তব । যখন আপন জন(বাবা, মা, ভাই, বোন) পাশে থেকেও দূরে সরে যায় তখন তার বাচার আশা ও ক্ষীন হয়ে যায় ।

আর যখন একটু ভালোবাসা পেতে ভালোবাসার মানুষটির কাছে হাত বাড়ায় আর সেই মুহুর্তে সেও যখন সাড়া না দেয় তখন সেই মেয়েটার আর কিছুই করার থাকে না । তারপর ও মনে ছিল একটু আশা হয়ত কোন একদিন তারা তাকে কাছে টেনে নেবে কিন্তু সেই সময় হয়ত আর আসবে না সেই মেয়েটির কাছে । শুধু প্রতিক্ষা আর অশ্রু ছাড়া মেয়েটির কাছে আর কিছ অবশিষ্ঠ নেই । একটা পৃথীবি আমার তাদের নিয়ে আর সেই পৃথীবিই যখন তাকে ছেড়ে দেয় তখন মৃত্যুর আহ্বান করা ছাড়া আর কিছুই করার থাকে না ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।