আমাদের কথা খুঁজে নিন

   

লুকানো দুঃখ

নিয়তি অনতিক্রম্য

দুঃখগুলো লুকোতে হয়। যত্ন করে লুকোতে হয়। বুকের জ্বলন্ত আগুনে, ছাই চাপা দিয়ে বলতে হয়- “কবে বিয়ে? কী করে ছেলে? আমাদের ভুলে যাবে না তো? মাঝে মাঝে ফোন দিও”। কান্নাগুলো লুকোতে হয়। হাসি দিয়ে ঢাকতে হয়।

উৎসবের উচ্ছ্বসিত আনন্দের আয়োজনে, বেনারসীর লাল আঁচলে, রক্তাক্ত ক্ষতগুলো ঢেকে রাখতে হয়। গোলাপগুলো শুকোতে হয়। কষ্টের রোদে শুকোতে হয়। লাল পাপড়িগুলোকে অশ্রুজলে ভিজিয়ে, তোমার বাসর সাজাতে হয়। সানাইয়ের মিষ্টি সুরে, তোমার সমাগত ভবিষ্যতের মঙ্গল আশীর্বাদে, না বলা কথাগুলো, একটু একটু করে ভুলে যেতে হয়।

তোমায় হারাবার কষ্ট, প্রত্যাখানের অসহ্য অপমান, এক পলক দেখবার তীব্র আকুতি, স্পর্শের অদম্য বাসনা - সব না পাওয়াগুলোকে অট্টহাসিতে উড়িয়ে দিয়ে বলতে হয় “ভাল আছি, ভাল থেক”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।