আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ভিতর লুকানো সবুজ গাঁ



বুকের ভিতর লুকানো সবুজ গাঁ এম এম ওবায়দুর রহমান। ঢাকার রাস্তার ভাঙ্গাচোরা নোংরা ফুটপাত ধরে হাটছিলাম উদ্ভট বিশ্রি হর্নের শব্দগুলো ভাসছে আমার চারপাশে, ধুলোর কুয়াসায় ঢেকে যাওয়া এ শহরকে ইদানীং ভারি বিশ্রি লাগে। তবু মরা ব্যাঙেংর মত যেন পড়ে আছি ঢাকা নামের এই আস্তকুড়ে, এখানে সবুজ আকাশ নেই মুক্ত অক্রিজেন নেই পাখির কলতান নেই, চারদিকে কেবল গাড়ির হর্ণের বিকট আর্তনাথ। তবু পড়ে আছি পড়ে থাকতে হয় বুকের ভেতর আমার সবুজ এক গ্রাম পড়ে আছে সেখানে আছে নীল এক নদি আর মেঠোপথে গান গাওয়া রাখাল টিনের চালে বৃষ্টির রিমঝিম সুর ধান ক্ষেতে বাতাশের ঢেউ, গভির রাতে বাদুরের পাখা ঝাপটানি আর ডাহুকের ডাকে চমকে উঠা মায়াবী মধ্যো রাত আছে সোনালী একটা সকাল আর আমার বাল্যবন্ধু মিথিলা যার কথা বলা হয়নি কখনো কোন কবিতায় সেথাকে আমার বুকে ভেতর লুকানো সবুজ গাঁয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।