Khan IT Source
জলে ভেজা এলোচুলে হাত রেখে
কখন যে আনমনা হয়ে পড়েছিলাম
হঠাৎ দূরের কান্নার শব্দ না শুনলে-
হয়তো এই ঘোর কেটে উঠতো না ।
দো'তলার সিঁড়ি ডিঙিয়ে
ঘরে কখন যে দুধ মাছ-
চুরি করতে রোজ ওতপেতে থাকা
বেড়াল'টা ঢুকে পড়েছিলো
সেদিকে-ও খেয়াল ছিলো না ।
মেঝেতে ভেজা টিস্যু, পিঠে ভেজা চুল
এলোমেলো বিছানার চাদরের পাশে
অসাঢ়, এক গুচ্ছো গোলাপ কিছু অন্য ফুল
সব কিছুর পর মনটা খালি খালি লাগছে
দামি সাবানে শরীর'টা ধোয়ার পর-ও
এখনো পুরুষ পুরুষ গন্ধ রয়েই গেছে
কান্নার শব্দটা ভেসে আসছে আরো কাছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।