জানি না কেন, আজকাল যেন বড় বেশি নিরামিষ দিন কাটাচ্ছি। সেই অল্প কটা দিন, সে দিনগুলোর প্রভাব কিছুতেই কাটিয়ে উঠতে পারি না। এমন নই আমি, না চাইলে কিছুই আমার মনে থাকে না- কিন্তু শত চেষ্টা করেও আমি ভুলতে পারিনা সেই দিনগুলো! এমনিতে আমি কল্পনাবিলাসী মানুষ। কিন্তু ঐ সময়ের কল্পনাগুলো অন্য রকম! ঐ সমটাই ছিল যেন কল্পনার! সবকিছু, প্রত্যেকটা ঘটনা- আমার অফিস, আমার খাওয়া, আমার ঘুম সবকিছু যেন ছিল আমার সবচেয়ে সুন্দর কল্পনার জীবন্ত প্রতিবিম্ব। কল্পনা- বাস্তব, নিখুঁত, রঙিন! তোমাকে দেখার আকুলতা, ছোবার আকুলতা! ওহ! অসহ্য সুখ! চুরি করে তোমাকে ছোঁওয়া, চুরি করে চুমু! স্বর্গেও বুঝি এত সুখ নেই! কেন এমন হত? প্রথমবার বলে?- হয়তো জীবন থেমে থাকে না- তোমার পরে আরও কেউ আসবে কিন্তু ঐ সুখগুলো কি আমি আর অনুভব করব? ঐ ভাবে? মনে হয় না! কিন্তু তবু আমাকে বাঁচতে হবে, বাঁচব- তোমাকে ছাড়া যে সুখের স্বাদ আমাকে দিলে বেঁচে থাকার জন্য তা যথেষ্ট। আর একটা দয়া তুমি আমায় কর- প্রতিদান চেও না। আমি পারবোনা দিতে। ভাল থেক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।