আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদান

বেঁচে থাকি, আরও সুন্দরভাবে বাঁচার আশায়..

প্রতিদান আর কি দেবো বলো, দেবার কি-ই বা আছে বাকী? হৃদয়ের অন-ঃকূপ থেকে অজানে-ই অসাবধানে- গড়িয়ে গেছে মিষ্টি, শীতল আর স্বচ্ছ জলের ধারা। অতলান--গভীর সফেদ কোন প্রগাঢ় মায়ার টানে- সযত্ন লালিত ব্যাকুল স্বপ্নগুলো হয়েছে বল্গা হারা। আর কি দেবো বলো, দেবার কি-ই বা আছে বাকী? কূয়াশাচ্ছন্ন গহীন কোন নিথর আঁধারের মাঝে- সহমর্মিতার উত্তাপে গায়ের চাদর দিয়েছি খুলে। আজ তবু এই বুকের ভেতর বড় বেশী বাজে- আলেয়ার আলোয় ছুটেছি শুধু ভুল থেকে ভুলে। আর কি দেবো বলো, দেবার কি-ই বা আছে বাকী? হৃদয় সাগরে ঢেউয়ের মাতামাতি উপেক্ষা করে- শক্ত হাতে হাল ধরে ঘাটে ভিড়িয়েছি তরী। উন্মত্ত বাতাস আর ভয়ংকর কালবোশেখী ঝড়ে- বিশ্বাসে আগলে রেখে পথ দিয়েছি পাড়ি। আর কি দেবো বলো, দেবার কি-ই বা আছে বাকী? চারণ কবি ২৮শে অগ্রহায়ন, ১৪০৮ বাং ১২ই ডিসেম্বর, ২০০১ ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।