আমাদের কথা খুঁজে নিন

   

গীতি কবিতা-১

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই বিধি তুই নিঠুর কারিগর মানুষের লাগিয়া গড়ছো পৃথিবীর এই কারাগার তোমার সাধের রঙ্গশালায় কেউবা আপন কেউবা পর বিধি তুই নিঠুর কারিগর ॥ চোখ ধাঁধানো জমিদারি আছে কতো কোর্টকাচারি একদিন হবে সমন জারি থাকবে না আর কিছু তার! বিধি তুই নিঠুর কারিগর ॥ তোমার সাধের রঙ্গশালায় কেউবা আপন কেউবা পর... কেমন তোমার খেলা বিধি হইয়া আমার প্রতিনিধি কোন্ নিয়মে রাখছো বাঁধি এতো তোমার সেচ্ছাচার! বিধি তুই নিঠুর কারিগর ॥ তোমার সাধের রঙ্গশালায় কেউ আপন কেউবা পর... ২ জুলাই, ২৯৯৯  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।