আমাদের কথা খুঁজে নিন

   

গীতি কবিতা-১ :

স্বপ্ন দেখি সীমাহীন

এক চোখে আকাশ আমার অন্য চোখে শূণ্যতা কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা এক হাতে দুঃখ আমার অন্য হাতে সুখপাখি কোন হাতে রাখবে হাত বসে বসে ভাবছো কি দিনের টানে দিন যায় রাতের টানে রাত হারায় কখনো কি দেখা হয় রোদ আর জোছনায় চায়ের কাপে সংশয় চুমুক দিয়ে যায় সময় মুখোমুখি কথা নেই স্বপ্নের অপচয় কন্ঠ : জুলি অ্যালবাম : বালাম ফিচারিং জুলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।