মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।
ভাবছো বড় সুখের বশে
কাব্য রচি আমি-
এ আমার বিলাস কল্পলোকের ।
তোমার সুখের ঘর পুড়াবো
তাই লেগেছি উঠে পড়ে
ভাবো, তোমার যা খুশি।
কী বলব আমি-
দীল চুরিয়ার হাতে যে দিয়েছে ধরা
তার সত্য, কথা, সবই ফাঁকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।