আমাদের কথা খুঁজে নিন

   

গীতি - ১

masud_khan@yahoo.com

দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, আজব নেশা আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।। আগুনেরে বশ করছে পবন পবনেরে বশ করে কোন্ জন? তরলে বায়ুর শাসন মণিতে আয়ুর আসন হরহামেশা দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, আজব নেশা! আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।। মাটি ও লবণ দুজনেই বশ জলের কাছে মোম থাকে ভীরু, গলনপ্রবণ, আগুনের আঁচে মোমে ও মাটিতে, লবণে-পবনে, আগুনে-পানিতে স-ব মেশা... দেহখানা এই দেহ নয় ঠিক, মিছে সন্দেহ, আজব নেশা আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।। একে তো ভীষণ মাটির তাপ তার ’পর ফের পবন-প্রতাপ কোন্ দিন এই চিলেকোঠা ফেলে কোথা যে পালাই, না পাই দিশা দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, আজব নেশা আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।