পুরনো আমিটাই ভাল ছিলাম... বিষাদের সুখ পদচিহ্ন এঁকে দিয়ে- বেড়ে ওঠে গল্পকাব্য, বুকে নিয়ে প্রত্যয় অথবা আনাড়ি ছন্দশৈলী; সময়কে প্রশ্ন করি রোজ, কেন হারিয়ে যায় তাজা শৈশব? কেন স্মৃতিঘরে আলো জ্বলে নীল? কেন শব্দের ফাঁকে লুকায় দীর্ঘশ্বাস? নিরুত্তর সময়ের ঠোঁটে বিদ্রূপ অথবা নির্বিকার হেঁটে যাওয়া তার অথবা জানা নেই উত্তর কিছুই; নিয়তির হাতে সপে দিয়ে ইতিহাস, মুক্তির নেশায় ছোটা বিরতির ওপার। হাসি কান্নায় বুনে চলা জীবন থেমেও থেমে যাওয়ার নেই তার ফুরসৎ, আনন্দ আজলা করে চেয়ে থাকা মুগ্ধতায় এইতো বিষাদের সুখ, এইতো জীবন সুন্দর! বিপ্রতীপ ঘুম চাই স্বপ্ন সমান- বিপন্ন উদ্ভ্রান্তের মতো জেগে থেকে চেতনার ব্যবচ্ছেদে বিলাপের সুর নয় এসময় নির্বোধ হবার, জ্ঞানপাপী নয়, ঘুমপ্রহরে কেঁপে উঠুক বিদগ্ধ জাগরণ ভ্রুণাত্মায় নড়ে উঠুক স্বপ্নপাহাড় দিনগুলো হয়ে যাক হিরণ্ময় নামগুলো মিশে যাক ইতিহাসে চাওয়াগুলো হয়ে থাক শুদ্ধপ্রপাত; ঘুম ভেঙ্গে পার হব চোরাবালি, বিপ্রতীপ দাহকাল! ১.০.১ প্রথমটা এখানে মন্তব্যকৃত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।