জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
পলাতক সারসের পদচিহ্ন আর
ঝরাপাতার স্তূপ বুকের পলিমাটিতে
অপ্রাপ্তি উপেক্ষা বঞ্চনা যেন আজ
একান্ত অনুভুতির পৃথিবীতে!!
ভর এই দুপুরে এসে যায় ফিরে
কত বসন্তের ক্লান্ত চরন
বারবার দেখে যায় আসেনি আজও সেই
স্বপ্নচারিনী আমায় করতে বরন
পরাজিত মনের অনুভুতিগুলো
অবহেলাতে লুটায় পথে !!
এন্টার্কটিকার শীতল স্তব্ধতা আর
হিরোশিমার ধ্বংশস্তুপের মত
ভাঙা মন নিয়ে শুধু এগিয়ে চলা
অন্ধকারের দিকে ক্রমাগত।
ঘুমহীন চোখে তবু রাতের আকাশে
খোঁজে ফিরি মনে একাএকা
সহানুভুতিশীল কোন একজনের
যদি বা পাই কোন পদরেখা
মিলেনা কিছুই-ঝাপসা হয়ে আসে
দৃষ্টির পরে প্রবল তুষারপাতে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।