আমাদের কথা খুঁজে নিন

   

পলাতক

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

প্রিজন সেলে বন্দী হা-হুতাশ, একের পর এক প্রশ্নের বান ছোড়ে। উত্তর আজ পলাতক আসামী, মাথায় মৃত্যুর হুলিয়া নিয়ে ঘোরে। । মুক্ত মানুষ আসামীকে সরিয়ে, মুক্ত দুনিয়ার স্বপ্ন বোনে।

আসামীর মহাকাব্যিক বাণে মুক্তির বাণী, শ্বাসকষ্টের অনুভূতি ছুঁয়ে। । জীবন আজ সঞ্চয়ের সূতিকাগার, দিনমজুরের নেই সঞ্চয়ের খোরাক। পলাতক মিথ্যে সত্যের ছায়া, তবু সত্যের মিথ্যে জালে মুক্তির আভাস। ।

কাঠগড়ায় অসৎ চেতনা, সৎ বিচারে ঠেকায় মাথা। অবনত শির তোমার পলাতক, আসবে তুমি, আসবে হয়ে চলমান সত্যের মুক্তি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।