"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
আমি পালিয়ে বেড়াচ্ছি - টিভি থেকে, অসংখ্য ছবিযুক্ত বন্ধুদের ইমেইল থেকে
আমি পালিয়ে বেড়াচ্ছি খবরের বোঝা বা উত্তেজনা থেকে
নিজের মুখোমুখি হতে আমার ভয় হয়
বিশেষ কোটায় যখন নিয়োগ পায় তিন বছরের অধিককাল ধরে কোন বাহিনীতে
আমি তাদের "আদর্শ" (!) থেকে মুখ ঘুরিয়ে উল্টো হাঁটি
আমার মাদ্রাসা মসজিদ ধর্ম সব আজ মিথ্যা লাগে
ইচ্ছে জাগে না কি-বোর্ডের ঠকঠকে উগড়ে দিতে অনেক বিশ্লেষণ
লিখে কি হয়? ফেরাতে পারি প্রাণ?
লিখে কি হবে - পরিষ্কার করতে পারব একটি কলুষিত মন?
আমি কার প্রশংসায় পঞ্চমুখ হব, কাকে দেব দুয়ো
আমার বুকে শোক নেই, নেই বাঢ়বানল
কাকে তাক্ করে আঙ্গুল দেখাব?
কাকে টেনে নেব আলিঙ্গনে??
আমি পাথর পড়ে রই, আমার শোকে আমার বেদনায়
কেউ ছেড়ে দেবে না দেশের সাথে বেঈমানী,
আমি আনতে পারি না গত একটি প্রাণ কে ফিরিয়ে
কারও মস্তিষ্কে জেঁকে বসা অহেতুক ধর্মোন্মদনা
মুছে আমি গেঁথে দিতে পারি না মানুষকে ভালোবাসার কোন সুশীতল
অনুভব;
তাই আমি পালিয়ে বেড়াই, এ শহরের কোন না কোনে
দৈনন্দিন যাপনের ছলে
জীবন থেকে নিজেকে উইথড্র করার সিনড্রোম আমাকে ঘিরে
পাক খায় দিশাহীন যুদ্ধবিমানের মতো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।