আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষবরণ

শেষ বেলাতে সূর্য ডোবে বিশ্রাম দিতে তোমায়, সূর্যডোবা মোটেও হেথা মন্দ কিছু নয়। নতুন করে গড়বে তুমি নিজের পৃথিবী। সুখ-দুঃখ, কান্না-হাসি থাকবে হয়ে সাথী। সুখের ভেলায় ভাসবে শুধু দুঃখ না থাকুক ঘরে, এমন আশা বুকে নির্বোধেরাই ধরে। জীবন নদীর দু'ধার, একপাশে দুঃখ, সুখ অপর পাড়। সে জন পৌছে সাগর জলে কোন পাড়ে যে না অসাড়। সবাই পাবে গন্তব্য হবে না তার বাত্যয়-ই, এমন কিছুই বলছিনা, শুধু বলছি হতে প্রত্যয়ী। সুখ বা অসুখে কাটলো বছর গত হচ্ছে ২০১১, আসবে নতুন আশা নিয়ে- ২০১২।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।