আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষবরণ



বর্ষবরণ চলে গেল একটি বছর দিয়ে এক বুক যন্ত্রনা আর গ্লানি, এল নতুন বছর নিয়ে অনাহত নব করুণ বেদনার হাতছানি, এভাবে বছর যায় বছর আসে আর এই বুকে কষ্টের সঞ্চয় বাড়ে, আসেনা কোন বছর এমন যা নিয়ে যাবে আমায় স্বপ্নীল সুখ প্রান্তরে, এভাবেই বছর ঘুরে বেড়ে এসেছি কৈশর থেকে যৌবনে, আসেনি অলি মধুর খোঁজে মন নামের এই ছোট্র যৌবনে। নির্বাসিত অতীত সুখ স্মৃতিরা আর ভীড় করে না নির্জন একাকীত্বে, কষ্টের শিশির জমা সন্ধানী দু’নয়ন আর হাসেনা কাঙ্খিত সুখের অস্তিত্বে, ক্রমাগত স্রোতের দূর্নিবার টানে ভেসে চলেছি যন্ত্রনার অবগাহনে, এভাবেই হয়ত হারাবো একদিন বিস্মৃতির অতল গহনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।