আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম বন্ধ! ক্রেডিট কার্ড বন্ধ! অর্থনৈতিক সংকট কি সত্যিই এসে পড়লো।

মানুষ আমি আমার কেন পাখির মত মন.... সকালে এক বন্ধু ফোন করলো, তার কিছু টাকার দরকার। সাধারনত কেউ ধার চাইলে আমি পারলে দেই নাপারলে সরি বলি কিন্তু কেন টাকা দরকার বা কি করবে সেসব প্রশ্ন করি না। বন্ধুটি নিজে থেকেই কারন ব্যাখ্যা করলো। বললো যে ডাচবাংলা ব্যাংকে তার একাউন্ট, আজ নাকি ডাচবাংলা ব্যাংকের সকল এটিএম বন্ধ। আসলেই সকল এটিএম বন্ধ নাকি ডাচবাংলা ব্যাংকের গার্ড তাকে ভুল ইনফরমেশন দিয়েছে সেটি আমার জানা নেই।

দুপুরে বাহিরে বের হলাম কেনা কাটা করতে। সুপার শপে কেনাকাটা করার পর যখক ক্রেডিট কার্ড দিলাম তখন আমার বিশ্মিত হবার পালা। আমার বাহিরের ক্রেডিট কার্ডটি কাজ করছে না। ভাবলাম ডাচবাংলা ব্যাংকের মেশিনে কার্ড সোয়াপ করা হচ্চে সেজন্য হয়ত কাজ হচ্ছে না। কাউন্টারের মেয়েটিকে বললাম যে অন্য মেশেন ইউজ করতে, সে সিটি ব্যাংকের মেশিনে কার্ড সোয়াপ করলো সেখানেও একই ঘটনা।

বললাম সিটি ব্যাংকের মেশিন থাকলে সেটি ব্যবহার করতে। সেখানেও একই কাহিনী। পকেটে আমেরিকান এক্সপ্রেসের কার্ড ছিল সেটি দিলাম, ভাবলাম বাহিরের কার্ড বলে হয়তো সমস্যা করছে, সিটি ব্যাংকতো এমেরিকার এক্সপ্রেসের লোকাল এজেন্ট এটি হয়ত কাজ করবে। কিন্তু কাহিনী সেম। যাই হোক পকেটে নগদ নারায়ন ছিল বলে বাচা গেল।

ক্যাশ পেমেন্ট করে এযাত্রা বাচলাম। কিন্তু ঘটনাটা কি?? এটিএম কাজ করে না ক্রেডিট কার্ড কাজ করে না কেন? তাহলে কি অর্থনৈতিক সংকট আসলেই এসে পড়লো?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.