Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society ভাল লাগলো - গতকাল রবিন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষে বাংলাদেশে সহস্রকণ্ঠে গীত হলো তাঁর কালজয়ী গান। সুন্দর মনমাতানো অনুষ্ঠান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে। ল্যাপটপে ক্লিক করে শ্রুতি গীতবিতান-এর উদ্বোধন করে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন, ‘রবীন্দ্রনাথের গানের চর্চা অনেকই হয়েছে। তবে তাঁর গান নিয়ে যে এমন একটি কাজ করা যায়, তা আমার মাথায় ঢোকেনি।’ সুন্দর সাবলিল বক্তব্য। মনের মাঝে একটু কেমন জানি অনুভুতি হোল - আমাদেরও একজন নোবেলজয়ী ছিলেন , উনাকে রাখার কি চেষ্টা করা হয়েছিল ? রাখতে পারলে আমাদের গর্বের অনুভুতিটা বাড়তো বলেই মনে করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।