আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ কেন এত প্রতিক্রিয়াশীল হয়। তাও রুমান বৈশাখীর মত একজন লেখিকা!

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। রুমানা বৈশাখী। হরর গল্প লেখিকা। তিনি তার ফেইজ বুকে একটা পোষ্ট শেয়ার করে ছিলেন। আর বলেছিলেন, আমার এই পোষ্টের সাথে যারা একমত না।

আমি তাদের আনফ্রেন্ড করে দিব। আমি জবাবে লিখলাম-স্টার ওয়ার সিনেমায় এক নবজাতকে তার বাবা তারা ভরা আকাশের দিকে তুলে ধরে বলেছিল-this is ur playgroun. আমাদের এক ব্যবসায়ি 71 আগে পাকিস্তান গিয়ে একটা কারখানা দেখেছিল। যেখানে 10000 লোক কাজ করছে। সেই লোকের স্বপ্ন ছিল বাংলাদেশে একটা এমন শিল্পকারখানা গড়ে তুলবে। এখন তার কারখানায় 40000 শ্রমিক কাজ করে।

তিনি একজন বাংলাদেশের নামকরা ব্যবসায়ি। তার চেয়ে বড় কথা সে... 40000 হাজার শ্রমিক পরিবারের ত্রাণকর্তা। আমি যখন ইপিজেড যাই। দেখি ভারত, পাকিস্তান বাংলাদেশ আর শ্রীলংকান শ্রমিকরা দলবেধে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতির জন্য! আমরা চাই মানুষ ছড়িয়ে পড়বে মহাকাশের বুকে।

অথচ ফেইজবুক আর ব্লগ খুললে দেখে কষ্ট হয়। আমরা শুধু বিভক্তিতে ব্যস্ত। এমনকি বন্ধুত্ত্ব করতে গিয়েও ক্ষমা নেই সেই দেয়াল তোলার। আর রুমানা আপনি একজন জনপ্রিয় লেখিকা। যতটা না জনপ্রিয় তার থেকে বড়মাপের লেখিকা আপনি।

আশা করি সব বড় লেখকের মত আপনি সেটা ভুলে যাবেন না। সাথে সাথে তিনি আমাকে আনফ্রেন্ড করেদিলেন। কি হাস্যকর ছোটমন নিয়ে এরা নিজেদের সাহিত্যিক মনে করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.