যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ছবি কৃতজ্ঞতা: নিলয় দাশ
যাত্রার বৃত্তান্ত:
তারিখ: ৩০শে ডিসেম্বর ২০১১
সময়: সকাল আট টা (মিনিং সকাল আট-টাই)
স্থান: কমলাপুর বিআরটিসি স্টান্ড
গন্তব্য: বিবাড়িয়া, তারপরে সিএনজিতে কড্ডা, আখাউড়া
যাত্রার উদ্দেশ্য:
১. তিতাস উপকূলবর্তী মানুষের সাক্ষাৎকার গ্রহণ (ভিডিও ক্যামেরায় অথবা মোবাইলের ভিডিও, অডিও ফিচার ব্যবহার করে)
২. ব্লগারদের সাক্ষাৎকার গ্রহণ
৩. লাইভ ব্লগিং, সোশ্যাল মিডিয়া আপডেট
অংশগ্রহণকারীদের প্রতি অনুরোধ:
১. প্রত্যেকে নিজের খরচ নিজে বহন করবেন। আনুমানিক ৫শ টাকা খরচ হতে পারে।
২. আমাদের প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে এবং বেশীরভাগ মোবাইলে ছবি, ভিডিও ও অডিও করার অপসন থাকে। এগুলোর পরিপূর্ণ ব্যবহার করতে হবে।
৩. আপনাদের যার কাছে ভালো ক্যামেরা আছে সেটা নিতে পারেন, সবসময়ই ছবি ও ভিডিও অনেক শক্তিশালী বার্তা পৌছে দেয় মানুষের কাছে।
৪. কিছু আর্টপেপার ও আর্টপেন নিয়ে যেতে পারেন প্রয়োজন মত ব্যবহার করার জন্য।
৫. যার যার ল্যাপটপ আছে, পূর্ণ চার্জ দিয়ে রাখতে পারেন। উক্ত স্থান থেকে আমরা বিভিন্ন ব্লগে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মানুষের বক্তব্য নিয়ে ব্লগ ও পডকাস্ট করতে পারি।
৬. আমাদের নিরাপত্তার বিষয়টি ভাবতে হচ্ছে। এই যাত্রায় কোনোধরণের দালাল সে যুদ্ধাপরাধের দোসর হতে পারে অথবা ভারতের পাড় বদ্ধ মাতাল দালাল হতে পারে - তাদেরকে অংশ নেবার জন্য দৃঢ়ভাবে নিষেধ করা হচ্ছে।
তিতাস যাত্রা সংক্রান্ত অন্যান্য পোস্ট
১. ফেসবুক ইভেন্ট
২. ৩০শে ডিসেম্বর তিতাস যাত্রার প্রস্তুতি : অগ্রগতি-২
৩. ৩০শে ডিসেম্বর তিতাস যাত্রার প্রস্তুতি : অগ্রগতি-১
তিতাস নিয়ে জরুরী কিছু পোস্ট:
১. তিতাস একটি ...এর নাম
২. ট্রানজিটের পয়লা মাশুল: তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।