যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে আমাদের চারদিকে খণ্ডিত সমাজ, রাষ্ট্র, মতামত! আমাদের দেহ খণ্ডিত, আত্মা খণ্ডিত! খন্ড খন্ড প্রকোষ্ঠে বাস করে আমরা গর্ত মুখী, পাতাল মুখী! চোখের সামনে চুরি হয়ে যায় নদী, তেল-গ্যাস, নগর বন্দর, শেয়ারবাজার আর আমাদের রাষ্ট্রযন্ত্র সাদরে তুলে দেয় অন্যের হাতে! আমাদের রাজনীতি নেই, আমরা রাজনীতি বুঝি না - কিন্তু সব গেলো সব গেলো বলে আহাজারি করতে পারি! সেই আহাজারীর মাত্রা আরেকটু বাড়াতে আগামী ৩০শে ডিসেম্বর তিতাসের খণ্ডিত বুকে গিয়ে জানতে চাই সেখানকার মানুষদের কি মতামত! তারা কেনো নিশ্চুপ? কি তাদের মুখ বন্ধ করে রেখেছে! কে কে যাবেন! সকাল আটটায় কমলাপুর থেকে বাসে উঠবো। যেকেউ ওয়েলকাম। যার যার খরচ তার তার। ক্যামেরা নিয়ে আসবেন যদি থাকে। ফেসবুক ইভেন্ট (যেকোনো রাজাকারদের দোসর, একাত্তুরের মানবতাবিরোধী অপরাধের দোসর নট ওয়েলকাম)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।