আমাদের কথা খুঁজে নিন

   

৩০শে ডিসেম্বর তিতাস যাত্রার প্রস্তুতি : অগ্রগতি-২

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে ছবি কৃতজ্ঞতা: নিলয় দাশ যাত্রার প্রস্তুতি: বিবাড়িয়া যাবার জন্য সবচেয়ে ভালো রুট হচ্ছে কমলাপুর থেকে বিআরটিসিতে যাওয়া। 'আশরাফুল ইসলাম দূর্জয়' ও 'বিবাড়িয়া বাতায়ন' নামে দুজন ব্লগার আছেন, যারা বিবাড়িয়াতেই থাকেন, তারা আমাদের গাইড করবেন বিবাড়িয়া থেকে আখাউড়ার কড্ডা ব্রিজে আমরা কিভাবে যাবো। বিবাড়িয়া পৌছাবো সম্ভবত ১১-১২ এর মধ্যে। এ পর্যন্ত ৪২জন আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে ফেসবুকে ২২জন আছে যাদের মধ্যে কেউ প্রবাসী, কিন্তু অতি আগ্রহে তারা ইভেন্টে শরীক হয়েছেন।

তাদেরকেও ধন্যবাদ জানাই। না যেতে পারলেও এই সাগ্রহ অনুপ্রেরণাদায়ক। পুরোপুরি নিশ্চিত পাওয়া যাচ্ছে আট জনকে। বাকী যারা যাবেন তাদের ঠিক আটটার সময় কমলাপুর বিবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে থাকার জন্য অনুরোধ করছি। যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন এই নম্বরে ০১১ ৯১০৩ ৯৯৬৮।

কাজের প্রস্তুতি: আমরা জানতে পেরেছি জলাবদ্ধতা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে কড্ডা এলাকার মানুষ, এছাড়া তিতাস নদী বছরের দীর্ঘ একটা সময় পানিশূন্য থাকে বলেও জানা গেছে। সেক্ষেত্রে তিতাসের এই হত্যা দীর্ঘদিনের সুপরিকল্পিত চক্রান্তের ফসল হতে পারে। আমাদের প্রধান ফোকাস থাকবে এলাকাবাসীর সাথে কথা বলা। এক্ষেত্রে এসমস্ত আলাপগুলোকে পরিপূর্ণভাবে ধারণ ও প্রচার করা আবশ্যক। এজন্য নিচের প্রস্তাবগুলো থাকছে: ১. আমাদের প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে এবং বেশীরভাগ মোবাইলে ছবি, ভিডিও ও অডিও করার অপসন থাকে।

এগুলোর পরিপূর্ণ ব্যবহার করা যেতে পারে। ২. আপনাদের যার কাছে ভালো ক্যামেরা আছে সেটা নিতে পারেন, সবসময়ই ছবি ও ভিডিও অনেক শক্তিশালী বার্তা পৌছে দেয় মানুষের কাছে। ৩. আমরা কিছু আর্টপেপার ও আর্টপেন নিয়ে যাবো যেনো প্রয়োজন মত সেটা ব্যবহার করতে পারি। ৪. যার যার ল্যাপটপ আছে, পূর্ণ চার্জ দিয়ে রাখতে পারেন। উক্ত স্থান থেকে আমরা বিভিন্ন ব্লগে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মানুষের বক্তব্য নিয়ে ব্লগ ও পডকাস্ট করতে পারি।

৫. আমাদের নিরাপত্তার বিষয়টি ভাবতে হচ্ছে। এই যাত্রায় কোনোধরণের দালাল সে যুদ্ধাপরাধের দোসর হতে পারে অথবা ভারতের পাড় বদ্ধ মাতাল দালাল হতে পারে - তাদেরকে অংশ নেবার জন্য দৃঢ়ভাবে নিষেধ করা হচ্ছে। যেসমস্ত কাজগুলো আমরা করবো তা হলো ১. তিতাস উপকূলবর্তী মানুষের সাক্ষাৎকার গ্রহণ (ভিডিও ক্যামেরায় অথবা মোবাইলের ভিডিও, অডিও ফিচার ব্যবহার করে) ২. তিতাসের বর্তমান অবস্থা সরেজমিনে দেখার পরে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতিক্রিয়া ভিডিও করা ৩. তিতাসের বক্ষ থেকে ছবি ও এলাকাবাসীর প্রতিক্রিয়াসহ লাইভ ব্লগিং, ৪. সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও টুইটারে ছবি আপলোড সহ আপডেটেড স্টাটাস প্রদান আপনাদের কারো কোনো মন্তব্য ও উপদেশ থাকলে দয়া করে আমাকে জানাবেন। ৩০শে ডিসেম্বর তিতাস যাত্রার প্রস্তুতি : অগ্রগতি-১ কিছু জরুরী পোস্ট: ১. তিতাস একটি ...এর নাম ২. ট্রানজিটের পয়লা মাশুল: তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.