আমাদের কথা খুঁজে নিন

   

নাবিক মন

সামিরা আব্বাসী লিখছেন খুব ভোরে উঠেছি আজ আমি নির্মল প্রত্যুষ তুলো তুলো নরোম মেঘের মত মিষ্টি হালকা হালকা সবুজ হাওয়া ... পেস্তা সবুজ ঘন দুধের পায়েস করছি তুমি স্বপ্ন থেকে ছিটকে মেঝে তে পড়লেই খাবে স্বপ্নে কি আমি ছিলাম, প্রিয়তম ? শুভ্র দুধে বলক উঠছে আমার বালিকা মনে যেমন ঢেউ ওঠে তোমার কথা ভাবলেই অল্প চিনি - তুমি বেশী মিঠা ভয় পাও তাহলে আমাকে চুমু দাও কি ক্ রে ? তুমি সারারাত লিখেছ কাল আমি তারাদের সাথে লুডু খেলেছি সারারাত তোমার শিয়রে বসে তোমার মোম বাতি হ্লাম লোড শেডিং এর আলো আধারীতে তুমি এখোনো স্বপ্নের চতুর্দোলায় আমি পায়েসে নিমগ্না আমার ভাল বাসা এখন ফুটন্ত দুধে টগবগ, টগবগ, টগবগ...। সোনা, একটা নৌকা ভাসাই এই ফুটন্ত দুধে তার প্ র সারা টা জীবন স মু দ্রে...। (নাম প্রকাশে অনিছছুক) প্রেমিক কবির উত্তর এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে জেগে ওঠো কেন তুমি? নির্মল প্রত্যুষ বলে কোন ভোর এখন আর আসে না এদেশে তুলো তুলো নরোম মেঘের মত মিষ্টি হালকা হালকা সবুজ হাওয়া নুরজাহানদের মৃত্যু-গন্ধে ভারী হয়ে যায়.... ... পেস্তা সবুজ ঘন দুধের পায়েস দূর্লভ্য আমি দূ;স্বপ্নের ভেতরে থাকি দূ:স্বপ্নে তোমাকে রাখি না যেহেতু তুমি প্রিয়তম বলেছো আমাকে.... আমার কথা ভাবলেই অল্প চিনি - আমি বেশী মিঠা ভয় পাই কিন্তু চুমুতে আমার অরুচী নেই যে! আমি সারারাত লেখা ছাড়া আর কোন লড়াইয়ে যেতে পারি না তবু তারাদের সাথে লুডু খেলার পাইনি ফুরসত আমার শিয়রে বসে আমার মোমবাতি ঘাম লোড শেডিং এ তামা হয়ে গেছে অঙ্গার বোলো না, দোহাই আমি তখনো দূ:স্বপ্নের চতুর্দোলায় তুমি নিমগ্না পায়েসে তোমার ভাল বাসা এখন ফুটন্ত দুধে টগবগ, টগবগ, টগবগ...। শুভ্র দুধে বলক তো উঠবেই তোমার বালিকা মনে যেমন ঢেউ, উত্তাপ কিন্তু চুমুতে আমার অরুচী নেই সাক্ষাত যমের মত যে নির্দেশিত ওষ্ঠে চুম্বনে চুম্বনে একে দেয় মৃত্যু সহসায়.... পাখি,, একটা নৌকা ভাসাতে আমারও ইচ্ছে করে ওই ফুটন্ত দুধে তারপর সারা টা জীবন স মু দ্রে...। আর আমি জানি গেল কয়েক হাজার বছর ধ রে আমার ইচ্ছেগুলো দূ:স্বপ্ন হয়ে ঝুলে আছে আমার ক্ষুদ্রতায় প্রতীক্ষার পেন্ডুলামে...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।