ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
নাবিক/ শেখ জলিল
বন্ধ করলে দুযার
চাঁদমুখ দেখবো না আর!
তোমার অপেক্ষা ছুঁয়ে যাবে সহস্রাব্দ ক্ষণ
সাঁঝবেলা সূর্য এসে দাঁড়াবে বাগানে
দপ করে জ্বলে উঠবে চাদ্দিক
কষ্টের রক্তাভ রং মাখবে হৃদয়।
ওপারের তরী ফের ভিড়বে এপারে-
এরকম আশার আলোক বিঁধে গেলে চোখে
ঢেউ গুনে গুনে ক্লান্ত মাঝি দরিয়ায়
একদিন অজানার পথে ভাসাবো সাম্পান ।
পথ চলতে আজও নেই ক্লান্তি
তোমার মিলন দূরাশা ভেবেও চলি
তুমিই আমার যাত্রালক্ষ্য- তীরের পাহাড়
মধ্য বয়সের নাবিকও চায় বনের গহীন!
১৪.০৮.২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।